হিম হিম ঠান্ডা হাওয়ার এই সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, টানটান।

হিম হিম ঠান্ডা হাওয়ার এই সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, টানটান। শুষ্ক ত্বক মানেই একটু বেশী যত্ন নেওয়া। দেখতে দেখতে বছর ঘুরে ফিরে এলো শীতের আমেজ।

শীতে নরম ও কোমল ত্বক পাওয়ার সহজ কিছু উপায়।

ব্যস্ততার কারণে অনেকেরই হয়তো পার্লারে যাওয়া সম্ভব হয় না। প্রতিদিন অল্পযত্নের মাধ্যমেই আপনার ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ রাখতে পারেন।

ড্রাই-স্কিন-প্যাক

প্যাক হিসেবে –

মসুর+ কস্তুরি ১ চিমটি পরিমাণ + ডালিম খোসা+ মুলতানি মাটির গুড়া এক সাথে মিশিয়ে ইউজ করবেন। এই প্যাকে এ্যালো অলিভ অয়েল ২/৩ ফোঁটা দিয়ে প্যাক তৈরি করবেন। কাঁচা দুধ থাকলে প্যাকে দিতে পারেন।

স্ক্রাবার হিসেবে –

সপ্তাহে ২ দিন স্ক্রাব করতে হবে, কস্তুরি হলুদ, মসুরের ডাল দিয়ে স্ক্রাব করতে পারেন। সাথে চালের গুঁড়া থাকলে দিতে পারেন।

ময়েশ্চারাইজ রাখতে –

গোসলের পরে, ড্রাই স্কিন প্যাক লাগানোর পরে এ্যালো ভেরার পূর্ণ গুনাগুন সম্পন্ন এ্যালো অলিভ অয়েল ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর এ্যালো অলিভ অয়েল দিয়ে ২ মিনিট ম্যাসাজ করে ঘুমিয়ে পড়বেন ।

এ্যালো অলিভ অয়েল ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এই প্যাক টি আপনার ত্বককে সফট, ড্রাইনেস রিমুভ করে গ্লো দিবে।

ড্রাই _স্কিন_প্যাক_উপাদান

কস্তুরি হলুদ গুড়া, মসুরের ডাল গুড়া, ডালিম খোসা গুড়া, এ্যালো অলিভ অয়েল, মুলতানি মাটির গুড়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *