হিম হিম ঠান্ডা হাওয়ার এই সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, টানটান। শুষ্ক ত্বক মানেই একটু বেশী যত্ন নেওয়া। দেখতে দেখতে বছর ঘুরে ফিরে এলো শীতের আমেজ।
শীতে নরম ও কোমল ত্বক পাওয়ার সহজ কিছু উপায়।
ব্যস্ততার কারণে অনেকেরই হয়তো পার্লারে যাওয়া সম্ভব হয় না। প্রতিদিন অল্পযত্নের মাধ্যমেই আপনার ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ রাখতে পারেন।
ড্রাই-স্কিন-প্যাক
প্যাক হিসেবে –
মসুর+ কস্তুরি ১ চিমটি পরিমাণ + ডালিম খোসা+ মুলতানি মাটির গুড়া এক সাথে মিশিয়ে ইউজ করবেন। এই প্যাকে এ্যালো অলিভ অয়েল ২/৩ ফোঁটা দিয়ে প্যাক তৈরি করবেন। কাঁচা দুধ থাকলে প্যাকে দিতে পারেন।
স্ক্রাবার হিসেবে –
সপ্তাহে ২ দিন স্ক্রাব করতে হবে, কস্তুরি হলুদ, মসুরের ডাল দিয়ে স্ক্রাব করতে পারেন। সাথে চালের গুঁড়া থাকলে দিতে পারেন।
ময়েশ্চারাইজ রাখতে –
গোসলের পরে, ড্রাই স্কিন প্যাক লাগানোর পরে এ্যালো ভেরার পূর্ণ গুনাগুন সম্পন্ন এ্যালো অলিভ অয়েল ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর এ্যালো অলিভ অয়েল দিয়ে ২ মিনিট ম্যাসাজ করে ঘুমিয়ে পড়বেন ।
এ্যালো অলিভ অয়েল ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এই প্যাক টি আপনার ত্বককে সফট, ড্রাইনেস রিমুভ করে গ্লো দিবে।
ড্রাই _স্কিন_প্যাক_উপাদান
কস্তুরি হলুদ গুড়া, মসুরের ডাল গুড়া, ডালিম খোসা গুড়া, এ্যালো অলিভ অয়েল, মুলতানি মাটির গুড়া