ড্রাইনেস দূর করে ত্বক হবে উজ্জ্বল এবং মসৃণ।
শীতে ত্বকের জন্য চাই আরেকটু বিশেষ যত্ন। কিভাবে নিতে হবে তা অনেকেরই অজানা।
চলুন জেনে নেয়া যাক ঘরে বসে কিভাবে খুব সহজেই ত্বকের যত্ন নিতে হবে 💁♀️
এই ক্ষেত্রে রঙন হারবালস এর ড্রাই স্কিন প্যাকটি ব্যবহার করতে পারেন।
উপকারিতা:
ত্বকের শুষ্ক ভাব দূর করে ত্বক ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।
ডেডসেল দূর করতে সাহায্য করে।
ন্যাচারাল ফেস ওয়াশ হিসেবে কাজ করে, ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে।
পিম্পল দূর করতে, ন্যাচারাল ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। ত্বক টানটান ও মসৃণ রাখতে সাহায্য করে ।
ত্বকের পিগমেন্টেশন, মেছতা, বলিরেখা, বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
ব্যবহার বিধি :
মুলতানি মাড মাস্ক:
ফেস-ওয়াশ হিসেবে ব্যবহার করতে:
প্রথমে পুরো মুখ পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর ভালোভাবে মাস্কটি লাগিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে।
স্ক্রাবিং এর জন্য:
প্রথমে মুলতানি মাটির মাস্ক এবং ৩-৪ চিমটি কস্তুরি হলুদ অথবা চারকোল গুড়া নিয়ে মুখে, হাত-পা, শরীরে ৫-৬ মিনিট স্ক্রাবিং করুন। এতে ডেডসেল, ব্ল্যাকহেডস / হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে।
ড্রাই স্কিন ফেইস প্যাক:
মাড মাস্ক দিয়ে মুখ ধুয়ে নেয়ার পর ১-২ চিমটি পরিমাণ কস্তুরি হলুদ গুড়া, মসুরের ডাল, ডালিম খোসা, মুলতানি মাটির গুড়া হাফ চা-চামচ পরিমাণ নিয়ে সাথে দুই ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন। এর সাথে মাড মাস্ক টাও এ্যাড করে নিন অল্প পরিমাণে। ১০-১৫ মিনিট রেখে প্যাকটি ধুয়ে ফেলুন।
প্যাক ব্যবহার করার পরে এ্যালো অলিভ অয়েলের সাথে ৪-৫ ড্রপ ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এতে ত্বক অনেক ময়েশ্চারাইজ হবে।
এই প্যাকটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহারে- ত্বকের ড্রাইনেস দূর করে পাবেন ন্যাচরাল ময়েশ্চারাইজ ত্বক।
এ্যালো অলিভ ফর এক্সট্রা ড্রাই স্কিন অয়েল-
গোসলের পরে ভেজা থাকা অবস্থায় কাইন্ডলি আপনার সারা শরীরে এক্সট্রা ড্রাই স্কিন অয়েলটি ব্যবহার করুন। মুখে ব্যবহার করার সময়ে ১-২ ফোঁটা টি-ট্রি / ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন।
রাতে ঘুমানোর আগে মুলতানি মাড মাস্কটি ফেইস ওয়াশ হিসেবে ব্যবহার করুন। এরপর মুখে, সারা শরীরে, হাতে-পায়ে এ্যালো অলিভ এক্সট্রা ড্রাই স্কিন অয়েল ব্যবহার করুন।
ব্যবহারের পূর্বে অবশ্যই এ্যালার্জি বা প্যাচ টেস্ট করে নিন
ড্রাই স্কিন প্যাক
কস্তুরি হলুদ, মসুর ডাল , ডালিম খোসা, এ্যালো অলিভ ফর এক্সট্রা ড্রাই স্কিন অয়েল, মুলতানি মাটি এবং মুলতানি মাড মাস্ক