পা ফাটা দূর করার ঘরোয়া উপায়!

শীত আসলে পা ফাঁটা দেখা দেয় আমাদের অনেক এর!

শীতে পায়ের নিচের ত্বক অন্য সময়ের চেয়ে বেশি শুষ্ক থাকে। পা ফাটার ফলে সৌন্দর্যও যেমন নষ্ট হয় পাশাপাশি পায়ে ব্যথাও হয়। তাই এ সময়ে পায়ের নিচের অংশে প্রয়োজন বাড়তি যত্ন।

আজকে আমরা জেনে নিবো কিভাবে ঘরোয়া উপায় পা ফাটা দূর করা যায়?

⚡পদ্ধতি -১ঃ
এক চা-চামচ মধু, তিন টেবিল চামচ চালের গুড়ার সঙ্গে ৩ ফোঁটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এখন প্রথমে পায়ের গোড়ালি হালকা কুসুম গরম পানিতে ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এবার পা মুছে ফাটা স্থানে মিশ্রণটা লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

⚡পদ্ধতি-২ঃ
পা ফাটা দূর করতে তিলের তেল দারুণ কার্যকরী। প্রতিদিন কমপক্ষে ৩/৪ বার তিলের তেল ব্যবহার করুন ফাটা স্থানে।

⚡পদ্ধতি-৩ঃ
গোলাপজলের সঙ্গে কিছুটা গ্লিসারিন মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমবে।

⚡পদ্ধতি -৪ঃ
এক কাপ মধু কুসুম গরম পানিতে মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পা ফাঁটা দূর হবে।

ঘরোয়া উপায়ে এভাবেই সহজেই যত্ন নিতে পারেন পায়ের এবং দূর করতে পারেন পা ফাটা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *