ত্বকের সতেজতা আর স্বাভাবিক স্নিগ্ধতা ধরে রাখতে চাই নিয়মিত পরিচর্যা
“অল ইন ওয়ান ” স্কিন কম্বো দিয়ে একই সাথে ৫ টি প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। কম্বোটি সব ধরনের স্কিনেই ব্যবহার করা যাবে। সপ্তাহে ৩/৪ দিন প্যাক গুলো ব্যবহার করতে পারেন।
🌿ব্যবহারবিধি_🌿
প্যাক ১:
মুলতানি মাটির গুড়া + শংখ গুড়া + কস্তুরি হলুদ + নিম (পিম্পল প্যাক)
প্যাক ২:
পুনর্নভা + যষ্টি মধু + মসুরের ডাল + মুলতানি মাটি +১ চিমটি পরিমাণ কস্তুরি হলুদ গুড়া ( ব্রাইটনেস প্যাক )
প্যাক ৩:
মুলতানি মাটি + কস্তুরি হলুদ + মসুরের ডাল + নিম ( ক্লিনজিং প্যাক )
প্যাক ৪:
মুলতানি মাটি+ শংখ + নিম (অয়েল কন্ট্রোল)
প্যাক ৫:
কস্তুরি হলুদ + মসুরের ডাল + মুলতানি মাটি + যষ্টি মধুর গুড়া (ড্রাই স্কিন প্যাক)
🌷এ্যালো অলিভ অয়েলের ব্যবহার বিধি🌷
** ত্বক সফট এবং ময়েশ্চারাইজ রাখতে, ড্রাই স্কিনে এ্যালো অলিভ অয়েলটি দিনের যেকোনো সময়ে ব্যবহার করতে পারেন। তাছাড়া ফেইস প্যাক লাগানোর পরে, গোসলের পরে এবং রাতে ঘুমানোর আগে অয়েলটি ব্যবহার করতে পারেন।
অয়েলি স্কিনে যখন এ্যালো অলিভ অয়েলটি ব্যবহার করবেন, ২-৩ ফোঁটা অয়েল পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন কিংবা এ্যালো অলিভ ব্যবহার করার পরে ১০/১৫ মিনিট পর কুসুম গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুছে নিতে হবে।