ত্বকের যত্নে ঘরেই তৈরি করে নিতে পারেন স্ক্রাব।

ত্বকের যত্নে ঘরেই তৈরি করে নিতে পারেন স্ক্রাব। নিয়মিত স্ক্রাবিং ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

ফেস ও বডি স্ক্রাবার হিসেবে যা ব্যবহার করতে হবে-

🌿 স্ক্রাবিং-উপাদান 🌿

মুলতানি মাটির মাস্ক, কস্তুরি হলুদ, কমলার খোসা গুড়া, সজনে গুড়া, গোলাপ গুড়া, যষ্টি মধুর গুড়া

এই ৬ টি উপাদান মুখ, হাত, পা, সহ সারা বডিতে ন্যাচারাল স্ক্রাবিং এর জন্য ব্যবহার করতে পারেন।

🌿ব্যবহার বিধি🌿

★১ম প্যাক-

মুলতানি মাটির মাস্কের সাথে কমলার খোসা গুড়া মিশিয়ে অথবা সজনে গুড়া অথবা কস্তুরি হলুদ গুড়া মিশিয়ে ফেস এবং বডিতে স্ক্রাব করতে পারেন।

★২য় প্যাক-

সজনে গুড়া, গোলাপ গুড়া, কস্তুরি হলুদ, যষ্টি মধু, কমলার খোসা গুড়া ইত্যাদি উপাদান গুলো সব আলাদা আলাদা করে পানি মিশিয়ে স্ক্রাব করতে পারবেন।

৫-৬ মিনিট স্ক্রাব করে, প্যাক টা শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

🌿**স্ক্রাবিং শেষে ন্যাচারাল ফেস ও বডি প্যাক ব্যবহার করার পরে অবশ্যই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এ্যালোভেরা ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজিং হতে সাহায্য করে। এক্ষেত্রে এ্যালো অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন।

🌿উপকারিতা🌿

★ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হতে সাহায্য করে।

★ যাদের ওপেন পোরস এর সমস্যা রয়েছে, নিয়মিত স্ক্রাব ব্যবহার করার ফলে অনেকটাই মিনিমাইজ হতে সাহায্য করে।★মেক আপ ত্বকে খুব সহজেই মিশে যেতে সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *